মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নদী রক্ষা বিদস পালিত হয়েছে
রুবেল মাদবর, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নদী রক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এই প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে নির্মিত পতাকা ৭১ ভাস্কর্যের সামনে বাপা ও শতায়ুর উদ্যোগে মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে অংশ নেন সাবেক পৌর মেয়র এড. মজিবুর রহমান, শতায়ুর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, সাবেক ছাত্রলীগের সভাপতি এড. গোলাম মাওলা তপন, এড. সালমা বেগম। নদী বাঁচাও, মানুষ বাঁচাও, ধলেশ্বরী নদীর দূষণ, দখল রোধে সকলটি এগিয়ে আসার আহ্বান জানান এই দুই সংগঠনের নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে শাহ সিমেন্ট কারখানা। নদীটিও তাদের থাবা থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। ছোট ছোট ঘর উঠাতে উঠাতে এখন বড় গেইট করে বড় সাইন বোর্ড সাটিয়ে দিয়েছে শাহ সিমেন্ট কোম্পানী। এমনিতেই শাহ সিমেন্ট, মেট্রো সিমেন্ট, ক্রাউন সিমেন্টসহ অন্যান্য সিমেন্ট ফ্যাক্টরীগুলো নদীতে ক্লিংকারগুলো অবাধে নিয়ন্ত্রনহীন কুয়াশা বানিয়ে আনলোড করে যাচ্ছে। কোন পত্রিকায় সংবাদ আসলে পরিবেশ অধিদপ্তর সেই সংবাদের ভিত্তিতে কিছু ধান্দা করে আবার চলে আসেন। পরিবেশ দূষণ বন্ধ থাক দূরের কথা আরো দ্বিগুন গতিতে পরিবেশ দূষণ করে। অনেকদিন পর হলেও বাপা ও শতায়ু সংঘ নদী বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান নিয়ে আন্তর্জাতিক পরিবেশ দিবসে ছোট্ট পরিসরে হলেও প্রতিবাদ স্বরূপ মানব বন্ধন করেছে। মুন্সীগঞ্জবাসীর সকলকে এই আন্দোলনে এগিয়ে আসতে হবে। ধলেশ্বরী ও মেঘনার যেমন খরতা শেষ হয়ে নদী শেষ হচ্ছে সাথে সাথে নদী পথে ও সড়ক পথে চলাচলকারী সকল নাগারিকই কঠিন থেকে কঠিনতম রোগে আগামীতে আক্রান্ত হবে সেই রোগ থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। তাই এখনই পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনে ঝাপিয়ে পরা উচিৎ বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।