দেবহাটায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র্যালী ও সেমিনার
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে দেবহাটা উপজেলা চত্তর থেকে একটি র্যালী শুর হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এসে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা কৃষি আফিসার জসিম উদ্দিন, মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন অফিসার অসিত বরণ রায়, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, পারুলিয়া সেট সমিতির সভাপতি রজব আলী মোল্লা, ঈদগাহ হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু সহ বিভিন্ন হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর অপরাধ এবং অপরাধির সাজা প্রসঙ্গে সকলকে অবহিত করার জন্য বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রতিটি হাট-বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগনকে নিয়ে সচেতনতামূলক সেমিনারের সিদ্ধান্ত গৃহীত হয়।