হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বাবুর্চির কাছে পাঁচ কোটি টাকার সোনা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকার সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই বাবুর্চিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
আটককৃতরা হলেন, শাহিনুর ইসলাম ও খন্দকার রুহুল আমিন। দুজনই বিমানের ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের বাবুর্চি পদে কাজ করেন।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানের পালকি নামে উড়োজাহাজ থেকে সোনার চালানের সাথে শাহিনুর ও রুহুল আমিনকে আটক করা হয়।
তিনি বলেন, আটক সোনার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। কালো স্কচটেপে মোড়ানো প্রতিটি প্যাকেটে ২০টি করে মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিবারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৯ কেজি ৩০০ গ্রাম।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশের উড়োজাহাজ পালকি। যাত্রীরা বের হওয়ার পর উড়োজাহাজের ভেতর পড়ে থাকা খাবারের প্যাকেট আনতে ট্রলি নিয়ে যান রুহুল আমিন ও শাহিনুর।
বের হওয়ার সময় ট্রলি তল্লাশি করেন প্রিভেনটিভ টিমের সদস্যরা। ওই সময় ট্রলির ভেতর দুটি বক্সের ভেতর চারটি প্যাকেট পাওয়া যায়।
বিমান বাংলাদেশের দুই বাবুর্চি রুহুল আমিন ও শাহিনুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলেও জানান এ উর্ধ্বতন কর্মকর্তা।