নেপালে বিমান বিধস্ত: এয়ার কন্ট্রোল রুমের অডিও রেকর্ড সঠিক নয়
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবনে বিধস্ত বিমানের পাইলটের সঙ্গে এয়ার কন্ট্রোল রুমের কথোপকথনের যে অডিও রেকর্ড বের হয়েছে—তা সঠিক নয়— উল্লেখ তরে বিশ্লেষকরা বলছেন, অডিও রেকর্ডে যেসব টার্ম এবং সংকেত ব্যবহার করা হয়েছে তা দুনিয়ার কোনো বিমানবন্দরেই ব্যবহৃত হয় না। দেশ টিভিকে দেয়া সাক্ষ্যৎকারে তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, আবার রাশিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার ছবি, ইউএস বাংলার উড়োজাহাজের দুর্ঘটনার ছবি হিসেবে ভাইরাল করা হয়েছে। সব মিলিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এ কথোপকথনে যে ধরনের টার্ম ব্যবহার করা হয়েছে, কোন বিমানবন্দরেই এ ধরনের টার্ম ব্যবহার করা হয় না। অন্য ভাষার মিশ্রণে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলার রীতিও কোন বিমানবন্দরে নেই বলে দাবি তাদের।
আবার রাশিয়ায় বিমান দুর্ঘটনার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে গত বছরের ২৪ জুলাই। অথচ জেনে বুঝেই এটিকে ইউএস বাংলার উড়োজাহার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ হিসেবে প্রচার করা হয়েছে।
এরইমধ্যে দুর্ঘটনাকবলিত বিমানের ব্ল্যাক বক্স ও সিভিআর উদ্ধার করা হয়েছে। এ দুটি জিনিস ডিকোড করলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
উড়োজাহাজটি ল্যান্ডিং করার সময় কে বিমানটি চালাচ্ছিলেন— পাইলট না কো পাইলট তাও জানা যাবে ব্লাকবক্সের ডাটা থেকে।
এদিকে, ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজটি বিধস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউটিউবে, পাইলট আর এয়ারকন্ট্রোল রুমের একটি অডিও ছড়িয়ে পড়ে। এ অডিও কথোপকথন নিয়ে সর্বমহলে ব্যাপক হইচই। দেখা দিয়েছে নানা ধরনের বিভ্রান্তি।