ফ্লোরিডায় নির্মাণাধীন ফুটওভারব্রিজ ধসে ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন একটি ফুটওভারব্রিজ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বিবিসি সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, মোটরযান চলাচলের রাস্তার ওপরে পথচারিদের ওভার ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ গত শনিবার স্থাপন করা হয়েছিল। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসে পড়া ব্রিজের ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
তবে সেখানে কতজন আটকা পড়েছেন, তা এখনো পরিষ্কার নয়। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন তিনি।