টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব
পূর্ণ ফিট হয়েই ফিরছেন, টস করতে এসে এমন তথ্যই জানিয়ে যান সাকিব। পরে প্রথম ওভারেই বল তুলে নেন। দেন মাত্র ৩ রান। প্রথম সাফল্যও আসে অধিনায়কের হাত ধরেই। উইকেট শিকারে তার সঙ্গে মোস্তাফিজ যোগ দিলে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় সেমিফাইনালে রূপ নেয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার নিধাস ট্রফির লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। শুরুতে উইকেট তুলে নেয়ার সঙ্গে রানের চাকা আটকানোর চেষ্টায় অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের চেষ্টা করছে টাইগার বোলাররা।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন গুনাথিলাকা। অনেকটা দৌড়ে গিয়ে বল তালুতে জমান সাব্বির। ৪ রানে সাজঘরে লঙ্কান ওপেনার।
চতুর্থ ওভারের শেষ বলে মেন্ডিসকে ফেরান মোস্তাফিজ। আগের চারটি বলে ভুগেছেন, সেই চাপ থেকে বেরিয়ে আসতে যেয়ে শট খেলেন মেন্ডিস। ব্যাটে-বলে হয়নি। সৌম্যর হাতে ক্যাচ। মোস্তাফিজের মেডেন উইকেট ওভার।
মোস্তাফিজের পরের ওভারেই আরেকটি উইকেট হারায় লঙ্কানরা। থারাঙ্গাকে রানআউটে সাজঘরে পাঠায় মিরাজ-ফিজ যুগলবন্দী প্রচেষ্টা। তার এক বল পরেই আবারও আঘাত হানেন ফিজ। এবার শিকার দাসুন শানাকা। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে বন্দী তিনি। পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার।
এদিন ম্যাচের আগে প্রেমাদাসার নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। স্পিন কোচ সুনীল যোশিকে নিয়ে উইকেট দেখে যান। তখনই অনুমান করা যাচ্ছিল ফেরার খুব কাছাকাছিই আছেন। টি-টুয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নেতৃত্বের দায়িত্ব নিয়েই ফিরেছেন।
নিধাস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচের এই লড়াই সেমির মত। দুদলেরই পয়েন্ট দুই করে। শুক্রবার যে জিতবে, ১৮ মার্চের ফাইনালে ভারতের সঙ্গী হবে। এমন ম্যাচে একাদশে অবধারিত একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে পেসার আবু হায়দার রনিকে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।