শার্শার বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি ব্যাচ-১৯৮৯ শিক্ষার্থীদের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত"
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শার ঐতিহ্যবাহী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৮৯ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের সমন্বয়ে নানা কর্মসূচীতে এক বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত শিক্ষার্থী বন্ধু,তাদের স্ত্রী, সন্তানদের উপস্থিতির সমন্ময়ে এ বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত শুক্রবার সকাল ১০ টায় বন্ধু পুনর্মিলনী ও সাড়ম্বর মিলন মেলায় পরিনত এ অনুষ্ঠানের পরিচিতি সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহম্মেদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারন অত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আনিস উদ্দিন খান, প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুল জব্বার, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব আকবর আলী, রফিক আহম্মেদ, আলহাজ্ব আবুল কালাম মোহাম্মদ আলী, আলহাজ্ব আজীজুর রহমান ও আলহাজ্ব খলিলুর রহমান।
এসময় অতিথিদের ফুলের মালা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী প্রভাষক কামরুল হাসান, আলী আকবার, কামরুজ্জামান, জামাল উদ্দিন, ইমাদুল ইসলাম, তাজউদ্দীন আহম্মদ, আনারুল ইসলাম, রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম, আলতাব উদ্দিন, শহিদুল ইসলাম মিরু, আব্দুর রশিদ, কুতুব আলী, সাহিদুর রহমান, এস আই আসাদুজ্জামান, এম এস ফারুক আহম্মদ, ইউনুচ আলী, শাহানুর রহমান, মাসুদুর রহমান, সরোয়ার আজম, আশানুর রহমান, হুমায়ন কবির, আমজাদ হোসেন, আনারুল ইসলাম, শাহ আলম, ইয়ার আলী, কামরুল ইসলাম, তামিল হোসেন, সিরাজুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি রুপ নেয় বন্ধুদের পরিবারের সমন্বয়ে মিলন মেলায়।সবায় যেন ফিরে পায় হারানো বন্ধুত্বের পুর্নমিলন।জমে উঠে দিনভর নানা আয়োজনের হাসি, তামাসা,কৌতুক, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুস্কার বিতরন সহ নানা আয়োজনে সন্ধায় শেষ হয় জমকালো অনুষ্ঠানটি।