ট্রফির ফাইনালে ওঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড
দুর্দান্ত ছক্কায় অবিস্মরণীয় জয়ের পর থেকে অভিনন্দন আর অভিনন্দনের পর আনন্দের উল্লাসে ভাসছে বাংলাদেশ দল।
শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে পুরস্কারের অর্থ আরও বাড়বে।
শনিবার কলম্বোয় এ ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন এসময় ম্যাচের ১৯তম ওভারে ‘নো’ বল ইস্যুতে দুই দলের মধ্যকার বাতবিতণ্ডা এবং ম্যাচের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুম ভাঙচুর নিয়েও কথা বলেন।
তিনি বলেন,‘নো’বল ইস্যুতে মাঠের উত্তেজনা বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোডের্র সম্পর্কে ছেদ পড়বে না বলে আশ্বস্ত করেন।
আর ড্রেসিংরুম ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, দোষী যেই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে।
অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় শেষ পর্যন্ত যে জয়টি এসেছে তা কেবল একটি জয় ছিল না তা ছিল ভেতরে পুষে রাখা বহুদিনের যন্ত্রণা ও ক্ষোভ থেকে ‘বিষ’ হয়ে ওঠা সাপের ছোবল। ম্যাচ শেষে যার প্রতিটি ছোবলে নীল হয়েছে শ্রীলঙ্কা।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ।
লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুধার্ত বাংলাদেশকে দেখা গেছে, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।