বিমান দুর্ঘটনা: দেশে আনা হলো রাশেদ রুবায়েতকে
নেপালের কাঠমুণ্ডুতে বিমান দুর্ঘটনায় আহত ৩ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার আনা হয় রাশেদ রুবায়েতকে। আরও দুজন কবির হোসেন ও মো. শাহীন বেপারিকে রোববার ঢাকায় আনা হবে বলে ডা. আজাদ জানান।
নেপালে চিকিৎসাধীন ইমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে ভারতে। আহত রিজওয়ানুল হককে নেপাল থেকেই সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা।
এদিকে, আহতদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, নেপালের হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে একজন বিকেলে আর বাকি দুই জনকে আগামীকাল বাংলাদেশে নিয়ে আসা হবে।
ঢাকা মেডিকেলে ভর্তি বিমান দুর্ঘটনায় আহত তিন জনকে মানসিক ট্রোমা থেকে বের করে আনতে মনোরোগ চিকিৎসকরা কাজ শুরু করেছেন বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরো বলেন, যারা নেপালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দুই জনের অবস্থা কিছুটা সংকটাপন্ন। এদের একজনকে নেপালে ও অন্যজনকে দিল্লিতে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে বাকি তিন জন শঙ্কামুক্ত রয়েছেন।