১৫ই আগস্টের কালো দিন জাতির জীবনে না এলে বাংলাদেশ বহু আগেই উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যেত-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পঁচাত্তরের ১৫ই আগস্টের কালো দিন জাতির জীবনে না এলে বাংলাদেশ বহু আগেই উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যেত-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আর পাঁচ বছরের মধ্যেই উন্নয়নশীল দেশ হতো বাংলাদেশ।
একাত্তরের দালাল আর ৭৫'র খুনিরাই এদেশকে ব্যর্থ করতে চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যারা বাংলাদেশকে 'বটমলেস বাস্কেট' বলেছিল উন্নয়নশীল দেশের এই স্বীকৃতি তাদের জন্য উপযুক্ত জবাব বলে তিনি মনে করেন।
রাজনৈতিক উচ্চাভিলাষ নয় কর্তব্যবোধ থেকেই দেশের জন্য তার কাজ করা বলেও শেখ হাসিনা জানান।
রোববার রজধানীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় এসব কথা বলেন দলের সভানেত্রী।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ।
সভায় দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, এদেশের স্বাধীনতার জন্যই তার জন্ম।
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেখানে সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্বীকৃতি পেয়েছিল সেখানে উন্নয়নশীল দেশ হতে ৩৭ বছর অপেক্ষা কেন?
একাত্তরের দালাল আর পঁচাত্তরের খুনিদের মধ্যে পার্থক্য নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, তারাই ব্যর্থ করতে চেয়েছে বাংলাদেশকে।
মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে দেশের উন্নতি করা যায় আওয়ামী লীগ তা প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় এবারের স্বাধীনতা দিবস ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।