নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে পাইরেসীচক্রের ২৪ জন গ্রেফতার
সাজু হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে পাইরেসীচক্রের ২৪ জনকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পাইরেসির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ এর একটি দল রোববার ও সোমবার (১৯ মার্চ) মাধবদী থানাধীন সোনার বাংলা মার্কেট, স্কুল মার্কেট এবং নগরীর রেলওয়ে মার্কেটে দীর্ঘ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪ টি মনিটর, ২৪টি সিপিইউ ও ১৭৯ টি পাইরেটেড সিডি জব্দ করা হয়। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-গ্রেফতারকৃতার হলো-নরসিংদীর আলীপুরের আব্দুল করিমের পুত্র ডালিম (২৫), একই এলাকার মিজান মিয়ার পুত্র কাওছার (২২), মাধবদীর কামলিয়ার হাবিবুল্লার পুত্র আরিফুল ইসলাম (২০), নাগুরিয়াকন্দির আবুল হাসেমের ছেলে রাসেল মিয়া (২৫), মাধবদীর কোতালীচরের ওহেদ আলীর ছেলে ইব্রাহিম (৩০) ও শামীম (৩০), মাধবদীর নুরালাপুরের কামরুজ্জামানের পুত্র নাহিদ হাসান (২২), ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের মৃত আব্দুস সাত্তারের ছেলে এরশাদ মিয়া (২৬), মাধবদীর নরেশদীর সুলতান মিয়ার ছেলে মোঃ সেলিম (২১), মাধবদীর বিারমপুরের জাকির হোসেনের পুত্র সোহাগ মিয়া (২৫) ও রাজু আহমেদ (২৩) আলীপুরের কাজী জলিলের ছেলে কাজী জুয়েল (২৬), ও কাজী দিপু (২০), রায়পুরা হাসনাবাদ মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে ইদ্রিস মিয়া (৪০), মাধবদী বিরামপুরের জয়ধর আলীর ছেলে শামীম মিয়া (২৫), আলীপুরের মালু মিয়ার ছেলে মামুন মিয়া (২৮), মাধবদীর শ্যামতলীর আবুল কালামের ছেলে ইউসুফ মিয়া (২২), আলীপুরের কাজী রবিউলের ছেলে কাজী বিল্লাল (২০), নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাহাদুরপুরের আবুল হোসেনের ছেলে শাকিল মিয়া (২৪), মুন্সিগঞ্জের শ্রীনগরের কশটিয়ার আমির হোসেনের ছেলে মনির হোসেন (৪০), মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আড়িয়ানার মৃত ওসমান গণি দেওয়ানের ঝেলে রবিন দেওয়ান (৪২), ফতুল্লার এনায়েতনগরের মৃত মঙ্গল মিয়ার ছেলে আকাশ (৩৬), চাঁদপুরের হাইমচরের আলী খানের ছেলে মাসুদ আলম (২৮) ও নগরীর খানপুর মেইন রোড এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৭)। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।