ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করেছে আইএস: সুষমা
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) হাতে অপহৃত ৩৯ জনকে হত্যা করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
চার বছর আগে অপহরণের শিকার ওই শ্রমিকদের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিশ্চিত করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ কথা প্রকাশ করা হয়েছে।
মসুলের একটি গণকবর থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের ডিএনএ পরীক্ষার পর জানা গেছে এর মধ্যে ৩৮জনই ভারতীয় নাগরিক। আর একজনের ডিএনএ-এর ৭০ শতাংশ মিল পাওয়া গেছে।
বিবিসি বলছে, ২০১৪ সালে অপহরণের শিকার হওয়ার পর ভারত সরকার বলছিল; তারা বেঁচে আছেন। আইএসই যে ওই ব্যক্তিদের হত্যা করেছে- এমন কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই বলে গত বছর সংসদে জানান সুষমা স্বরাজ।
মঙ্গলবার সুষমা বলেন, মৃতদেহের স্তূপের মধ্যে থেকে ভারতীয়দের দেহাবশেষ চিহ্নিত করে বাগদাদে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে আসাটাই চ্যালেঞ্জের কাজ ছিল।
তিনি বলেন, ওই স্তূপের মধ্যে ৩৯টি দেহাবশেষ এমন ছিল, যার লম্বা চুল, ইরাকিদের মতো জুতো ছিল না। তা দেখেই ওই ৩৯টি দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করানো হয়। তাতেই জানা যায়, ওই ৩৮ জন আসলে চার বছর আগের অপহৃত ভারতীয়। বাকি একটি দেহাবশেষের ডিএনএ-এর ৭০ শতাংশ মিল পাওয়া গেছে।
সুষমা বলেন, সোমবারই ওই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে সরকার।
তিনি বলেন, নিশ্চিত প্রমাণ পাওয়ার পরই জানাচ্ছি, ওই ৩৯ জন মৃত। প্রমাণ হাতে মেলার পরই মৃতদের পরিবারকে এ কথা জানাতে চেয়েছি আমরা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ৩৯ জনের বেশির ভাগই পাঞ্জাবের বাসিন্দা এ ছাড়া রয়েছেন হরিয়ানা, বিহার, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের কয়েক জন।
প্রসঙ্গত: ২০১৪ সালে মসুলের দখল নেয়ার পর থেকেই প্রায় ১০ হাজার ভারতীয় ইরাক ছাড়তে শুরু করেন। সে সময়ই অগণিত মানুষদের বন্দি করে আইএস জঙ্গিরা।
ওই সময় বন্দিদের মধ্যে ৩৯ জন ভারতীয়ও ছিলেন। কাজের খোঁজেই ইরাকে গিয়েছিলেন তারা। মসুলের দখলের পর তাদের অপহরণ করে জঙ্গিরা।