রাজধানীতে জমে উঠেছে অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল
প্রকৃতির অপার লীলাভূমি বাংলাদেশের দুর্গম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য কাজ করছে অনলাইন বিভিন্ন ট্রাভেলার্স গ্রুপ। তাদের উদ্যোগকে জনপ্রিয় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল।
‘আগে দেখি নিজের দেশ’ স্লোগানে পর্যটন কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এই কার্নিভালের আয়োজন করেছে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নয়নাভিরাম অনেক প্রাকৃতিক সৌন্দর্য অনেকেরই অজানা। সেই সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে কাজ করে যাচ্ছে অনলাইন বিভিন্ন ট্রাভেলার্স গ্রুপ।
বাংলার পথে, বেড়াই বাংলাদেশ, উড়ালপঙ্খি, বিউটিফুল আড়াই হাজার, ভবঘুরে, ভ্রমণকন্যা-এরকম বৈচিত্র্যময় নাম নিয়ে অনলাইনে কার্যক্রম চালাচ্ছে তারা। জনগণকে ভ্রমণে উৎসাহ দেয়ার পাশাপাশি পরিবেশের বিষয়টিও গুরুত্ব দেয় ওইসব গ্রুপ।
এদের পাশাপাশি নারী ট্রাভেলারদের ভ্রমণে উৎসাহ দিতে কাজ করছে ভ্রমণকন্যা।
ভ্রমণকে আরো সহজসাধ্য করতে টিএসসিতে শুরু হয়েছে অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল। কার্নিভাল শেষ হবে বুধবার।