জয়পুরহাট আক্কেলপুরের কৃতি সন্তান নতুন বিজিবির প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম
চ্যানেল ফোর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির গর্বিত সন্তান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলামকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ "বিজিবি" এর মহাপরিচালক এর দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ সরকার।
যাহার ইতিহাস বর্তমান বিশ্বের সরচেয়ে বড় গণমাধ্যম ফেইসবুকে অভিনন্দনের ঝড় তুলেছেন জয়পুরহাট জেলার ফেইসবুক ব্যবহার কারীগণ।
যাকে নিয়ে লেখা আনন্দময় স্ট্যাটাস সেই মহান ব্যক্তির কিছু জীবনী তুলে ধরলো চ্যানেল ফোর টিভি। সাফিনুল ইসলামের সর্বপ্রথম ধাঁপ তিনি সেনাবাহিনীর এই কর্মকর্তা এতোদিন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
সীমান্তরক্ষী বাহিনীতে তিনি মেজর জেনারেল আবুল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অবসরের সময় ঘনিয়ে আসায় গত ৮ মার্চ আবুল হোসেনকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।
তার ১২ দিন পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজিবিতে নতুন মহাপরিচালক নিয়োগের প্রজ্ঞাপন জারি করলে তাতে জয়পুরহাট আক্কেলপুরের কৃতি সন্তান সাফিনুল কে সরিয়ে আনায় একই প্রজ্ঞাপনে চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনীর আরেক কর্মকর্তা মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
এতে সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর "সেনাবাহিনী" এই দুই কর্মকর্তা কে বদলী করে প্রেষণে নিয়োগ/প্রেষণে পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হলো।
ঠিক সেই চুরান্ত সিদ্ধান্তে বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনত্ব ও অন্যদিকে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। চা রোর্ড রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।
৫১ বছর বয়সী জয়পুরহাট আক্কেলপুরের কৃতি সন্তান মোঃ সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি চা বোর্ডে যোগ দিয়েছিলেন।
রপ্তানি পণ্য চায়ের বহুমুখী ব্যবহারের উদ্যোগ নেওয়ায় মোঃ সাফিনুল ইসলাম কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসায় প্রশংশিত হন।
যাহার ফলে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী চা দিয়ে আচার, প্রসাধন তৈরিতে মোঃ সাফিনুলের উদ্যোগের কথা তুলে ধরেন।
এবং ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন চেয়ারম্যান সাহেব মেজর সাফিনুল চায়ের আচার আমাকে বানিয়ে দিয়ে গেছেন। তাৎক্ষণিক ভাবে ততটা ভালো লাগেনি। কয়েকদিন রাখার পর এই দু’তিনদিন আগে আমি আবার ওটাকে একটু টেস্ট করে দেখলাম। এখন দেখি আরে খেতে তো মজাই লাগে বলেন প্রধানমন্ত্রী।
১৯৬৬ সালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা তিলকপুর ইউনিয়ন এর নওজোর গ্রামে জন্ম নেওয়া মেজর মোঃ সাফিনুল ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন ১৯৮৬ সালে সাফল্যের কমিশন পান তিনি।
তিনি মিরপুরের স্টাফ কলেজ থেকে ডিফেন্স সার্ভিস কমান্ডে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দেশে ও দেশের বাইরে পেশাগত বিভিন্ন কোর্সেও অংশ নিয়েছিলেন তিনি। যিনি আজ বিজিবির নতুন প্রধান নির্বাচিত হয়ে জয়পুরহাট জেলার মুখ উজ্জ্বল করাই জয়পুরহাট জেলাবাসী সুফিনুল কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন।