আক্কেলপুরে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযানে শতাধিক পরিবার কর্মহীন
চ্যানেল ফোর টিভি প্রতিনিধিঃ নিরেন দাস।
আজ বুধবার দুপুর আড়াই টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন রেলস্টেশন সহ রেলওয়ের প্রধান রেলগেটে স্থাপিত অসহায় দারিদ্র ক্ষুদে পরিবারের জীবীকার নির্বাহের জন্য ছোটছোট চা ষ্টোল সহ প্রায় একশতাধিক দোকানপাট। কোন প্রকার নোটিশ না জানিয়ে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালিয়েছেন।
পাঁকশী রেলওয়ে উত্তরাঞ্চল ভূপরিচালক(ম্যাজিস্ট্রেট) ইউনুস আলী।
উচ্ছেদ অভিযানের ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ জন দারিদ্র্য দোকানদারেরা চ্যানেল ফোর টিভিকে জানান। আজ আমরা মধ্য দুপুরবেলায় দোকান গুলি বন্ধ করে বাসায় যায় ততক্ষাণিক সংবাদ পাই যে আমাদের ক্ষুদ্র দোকানগুলি ভেঙে ফেলে হচ্ছে। এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত ছুটে এসে দেখি যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন রেলওয়ের কর্মচারীরা আমাদের দোকানগুলি হাম্বর সহ বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ভাঙ্গচুর চালিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে আমরা ভয়েভয়ে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা আমাদের কিছু না বললে।
ততক্ষাণিক আমরা আমাদের স্থানীয় পৌরসভার মেয়র ও আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) নিকট মোবাইল ফোনে ভাঙ্গচুরের বিষয়টি অবগত করলে তিনি, দ্রুত রেলগেটে অভিযানরত স্থানে পৌঁছে, উচ্ছেদ অভিযানকারীর নেতৃত্বদাতা ম্যাজিস্ট্রেট ইউনুছ আলী কে জিজ্ঞেস করেন, আপনি যে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন তাহার জন্য কি আপনি কোন প্রকার নোটিশ জারি করেছিলেন।
তখন ম্যাজিস্ট্রেট ইউনুছ আলী মেয়রের প্রশ্নের জবাব না দিলে, মেয়র তখন বলেন এই যে স্যার শুনুন আমি এইসব সম্পত্তি রেলওয়ের ঠিক কিন্তু আমিও এখানকার মেয়র আপনি অনতত আমাকে জানাতে পারতেন বা কোন নোটিশ দিতে পারতেন যে পাঠালে এইসব অসহায় দারিদ্র মানুষগুলি তাদের নিজ নিজ দোকান গুলি সরিয়ে নিতেন যাতে আপনাকে ভাঙ্গচুর করার কোন প্রয়োজন ছিলো না। এমন কথার জবাব না দিয়েই ভাঙচুর অভিযান শেষ করে ম্যাজিস্ট্রেট আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার রুমে গিয়ে বসেন।
উক্ত অভিযান ক্ষতিগ্রস্ত একশতাধিক পরিবার দোকানদারেরা হতাশ হয়ে বসে আছেন যাদের জীবীকার কর্মস্থান হীন হওয়ায় বেকারত্ব হয়ে পরলেন বলে সর্বশেষ ক্ষতিগ্রস্ত জানান।