লালমনিরহাটে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ ও পুলিশে অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্ম দিনের অনুষ্ঠানে মঞ্চ ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ করেছে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন। এর আগে বিকালে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের চেতনাহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্রলীগ।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান জানান, গত ১৭ মার্চ জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষে ওই উপজেলার পশ্চিম কাদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আযোজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন রাতে কতিপয় শিবিরের কর্মী অনুষ্ঠানের মঞ্চ ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেন। পরে একটি মহল অতি গোপনে বসে বিষয়টি মিমাংশা করে ফেলেন। ঘটনার দুই দিন পর গণমাধ্যমে বরাতে বিষয়টি জানতে পাই। পরে এ নিয়ে আমরা স্থানীয় ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনা কোনো ভাবেই মিমাংশা যোগ্য নয়। তাই পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে থানায় অভিযোগ করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিষয়টি স্থানীয় ভাবে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বসে মিমাংশা করেছে বলে আমি শুনেছি। এ সংক্রান্ত ছাত্রলীগের কোনো অভিযোগ পাওয়া যায়নি।