উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বড় ঘটনা: অর্থমন্ত্রী
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এটা বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা।
অনুষ্ঠানে বাংলাদেশের সকল নাগরিক ও বিদেশে অবস্থানরত প্রবাসীদের অভিনন্দন জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে দেশের উন্নয়ন চিত্র নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এবার উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের নাম উঠবে। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়, মধ্য আয়ের দেশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয় এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের স্বীকৃতিপত্র।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতো বালোয়াকাটা ওতাওকালেন বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হতে বাংলাদেশ শুধু প্রয়োজনীয় যোগ্যতাই অর্জন করেনি বরং তার চেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট, ৭০ টাকার স্মারক নোট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে উন্নয়ন ফটো অ্যালবাম তুলে দেয়া।
অনুষ্ঠানে দেশের উন্নয়ন চিত্র নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।