নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়ার ঘোষণা দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়ার ঘোষণা দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে জাপা প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে সমাবেশে জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড় হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে এসব কথা বলেন তারা।
শনিবার সকাল সোয়া ১০টায় কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির অন্যান্য নেতাকর্মীরা স্থলে আসেন।
সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এরইমধ্যে উদ্যানের উল্লেখযোগ্য অংশ কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে।