ফ্রান্সে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় থ্রেব শহরে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলার ঘটনায় জিম্মিদের জীবন বাঁচানো ফরাসি পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা বেলত্রামের মৃত্যুর খবর জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাদ কলম্ব।
টুইট বার্তায় তিনি লিখেছেন, বেলত্রামে দেশের জন্য জীবন দিয়েছেন। তার বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের কথা ফ্রান্স কখনোই ভুলবে না। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ৪৫ বছর বয়সী নিহত পুলিশ কর্মকর্তা বেলত্রামেকে "নায়ক" বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার "সুপারইউ শপ" নামের ওই সুপারমার্কেটে হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় কয়েকজন পুলিশ সদস্যের দিকেও গুলি ছোড়ে হামলাকারী।
স্থানীয় একজন জানান, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের অনুগত বলে চিৎকার করেছে এবং সিরিয়ায় হামলার প্রতিশোধ বলে স্লোগান দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।