উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, সীতাকুন্ডে বর্ণাঢ্য র্যালী ও গোলটেবিল বৈঠক
মোহরম আলী সুজন, চট্টগ্রামঃ
জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদায় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিন্ম আয়ের দেশ হতে নিন্ম মধ্য আয়ের দেশের স্বীকৃতি লাভ করায় বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বরে জমায়াতের মধ্য দিয়ে সকাল ১০টায় বের হয় আনন্দ র্যালী। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে বের হওয়া র্যালীটি পদক্ষিন করে সীতাকুন্ড পৌরসদর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত র্যালীতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, সহকারী কমিশনার ভূমি মো.কামরুজ্জামান, উপজেলা ইঞ্জিনিয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মামুন,যুব কর্মকর্তা মো. শাহ আলম, কৃষি কর্মকর্তা শুভাষ প্রমুখ। এছাড়াও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোসহ বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান ও রাষ্টায়াত্ব জুট মিলে আনন্দ শোভাযাত্রা ও সভার আয়োজন করা হয়।সীতাকুণ্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ অতিথিবৃন্দ।বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।