আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি, হারেওনি আর্জেন্টিনা।
গতকাল হ্যাট্রিক করে পর্তুগালের হার এড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে স্বাভাবিকভাবেই বিশেষ নজর ছিলো লিওনের মেসির ওপর।আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি, হারেওনি আর্জেন্টিনা। ১-১ গোলে ড্র ম্যাচে নায়ক হতে পারেননি আর্জেন্টাইনদের সবচেয়ে বড় ভরসা। অগত্যা পেনাল্টি মিস করে হয়েছেন ভিলেন।স্পেনের বিপক্ষে ম্যাচে গোল মুখে রোনালদোর প্রচেষ্টা ছিলো ৪টি যেখানে মেসির প্রচেষ্টা চিলো ১১টি। তারপরেও সফলতা অধরায় থেকে গেছে ক্ষুদে জাদুকরের।
বিশ্বকাপের অংশ নেয়া দলগুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র জাতি আইসল্যান্ড। সব বিচারেই যোজন যোজন এগিয়ে ছিলো আর্জেন্টিনা। তাই তো ড্র করেও জয়ের আনন্দ আইসল্যান্ডের। গ্রুপের বাকি দুই দল শক্তিশালী ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া- তাই আর্জেন্টিনার জন্য আজকের ড্রয়ে গ্রুপ পর্বের লড়াইটা কঠিনই হয়ে গেলো।
আর্জেন্টিনার হতাশার দিনে নায়ক বলতে হবে আইসল্যান্ড গোলরক্ষক হ্যালডারসনকে। আইসল্যান্ডের বরফজমাট রক্ষণের পেছনে চীনের প্রাচীর হয়ে ছিলেন তিনি। একের পর এক দুর্দান্ত সেভে হতাশ করেছেন আর্জেন্টিনাকে।