সারিয়াকান্দিতে পানিতে ডুবে নিহত-২ ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার-১
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙ্গালী নদীতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় সুমনা (৭) নামে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন কে ঈদেরদিন যুমনা নদী থেকে উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন আনুমানিক বেলা ১২টার সময় থানার কুতুবপুর এলাকায় যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার করে এস আই শুভ্রত কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স। রাতে অজ্ঞাতের পরিচয় পাওয়া গেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। নিহত ইসমাইল (৫) চর চালুয়াবাড়ী ইউনিয়নের হাট চালুয়াবাড়ী এলাকার শাহাজান আলীর ছেলে।
অপরদিকে ঈদের পরদিন রবিবার আনুমানিক সকাল সাড়ে ১০ঘটিকায় ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া নানীর বাড়ী বেড়াতে এসে বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সুমনা (৭) নামে এক মেয়ে নিখোঁজ হয়। বিষয়টি সংবাদকর্মী কর্তৃক বগুড়া ফায়ার সার্ভিসের কন্টলরুমে জানানো হলে সারিয়াকান্দির ফায়ার সার্ভিস টিম লিডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাঁদের প্রচেষ্টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফরিদ উদ্দীনের নের্তৃত্বে একটি ডুবুরি টিম হাজির হয়ে আনুমানিক বিকাল সাড়ে ৫টায় সুমনাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। নিহত সুমনা পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের মরহুম তাছের মন্ডলের নাতী এবং বগুড়া চেলোপাড়া (ধাওয়া পাড়া) গ্রামের শামীমের মেয়ে।
এবিষয়ে ফায়ার স্টেশন অফিসার (এসও) ফরিদ উদ্দীন গণমাধ্যমকর্মী এম তাজুল ইসলামকে জানান, পানিতে ডুবে যাওয়ার বিষয়টি তাৎক্ষণাৎ জানানোর কারণে আমরা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে আসতে সক্ষম হয়েছি এবং ডুবুরু আব্দুর রাজ্জাক ও রিপনের চেষ্টায় প্রায় আধা ঘন্টার মাথায় নিখোঁজের লাশ উদ্ধারতে সক্ষম হয়েছি এবং উদ্ধারকৃতকে স্থানীয় ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দীন ও চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত অফিসার (এসআই) মুঞ্জুরুল মোর্শেদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান, রুবেল উদ্দীন জানান, নিজ উপস্থিত থেকে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কাজ উপলদ্ধি করেছি এবং লাশটি বুঝিয়ে নিয়েছি। তাঁদের প্রচেষ্টায় উদ্ধারকৃত পরিবার এবং ভেলাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে রাজশাহী, বগুড়া এবং সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাধুবাদ জ্ঞাপন করছি। একই সাথে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
চন্দনবাইশা পুশিল তদন্ত কেন্দ্রর (তদন্ত) অফিসার মুঞ্জুরুল মোর্শেদ জানান, শিশুটিকে পরিবারের কাছে দাফন কাজ সম্পন্নের জন্য হস্তান্তর করা হয়েছে।