জয়পুরহাটের কালাই থানার ওসির মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়।
নিরেন দাস জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই থানার ওসির মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের কালাই থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ খাঁন মাদক কে জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে মাদক নির্মূলে ব্যাপক অভিযান শুরু করেছেন ওসি। তিনি কালাই থানায় যোগদানের পরেই বিভিন্ন মাধ্যম দ্বারা উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করেন,এমনকি পূর্বের তালিকা এবং বর্তমান তালিকার সাথে যাচাই-বাছাই পূর্বকালে মাত্র ৫১ দিনে বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট ২ শত’ ১৭ জন কে গ্রেপ্তার সহ মাদক দ্রব্য আইনে ১ শত’ ৩ টি মামলা দায়ের করে জয়পুরহাট জেলার কালাই থানা পুলিশ একটি ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকা ও পুলিশ সূত্রে জানা যায় যে।কালাই থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার এড়াতে অনেক মাদক সেবী ও ব্যবসায়ীরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলা শহরে আত্মগোপন করেছেন বলে খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ব্যবসায়ী প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, ভাই আমার এলাকার খবর কি, আমি ওই ওসি থাকা অবস্থায় ঢাকায় রিক্সা অথবা গার্মেন্টে চাকরি করে সংসার চালামু তবুও এলাকায় যামু না।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ খাঁন মাদক মুক্ত অভিযানের কথা স্বীকার করে চ্যানেল ফোর টিভিকে বলেন যে আমি এ থানায় যোগদানের পর এখনো কোন ছুটি নেই নি এবং আমার চলতি অভিযান সফল না করা পর্যন্ত কোন ছুটি নিবো না। তিনি আরও বলেন আমি সর্ব প্রথম থানার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সহযোদ্ধাদের নিয়ে আলোচনার মাধ্যমে পরিকল্পনা তৈরী করি এবং পূর্বের মাদক সেবী ও ব্যবসায়ীদের তালিকা বর্তমান তালিকার সাথে যাচাই-বাছাইন্তে আমি আমার গোটা ফোর্স নিয়ে অভিযান পরিচালনা শুরু করি। এ থানা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত মাদক মুক্ত অভিযান অব্যাহত থাকবে।