শ্রীপুরে নিখোঁজের একদিন পর কাঠ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার
টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের নিখোঁজের একদিন পর কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার এমসি বাজার-শিশু পল্লী সড়কের মাজম আলী মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নজরুল টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সে বিভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে এমসি বাজারে বিক্রি করতো।
নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদের দিন শনিবার (১৬জুন) পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ^শুর বাড়ীতে বেড়াতে যায়। এসময় তার চাচাতো শালা আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চায়। পাওনা টাকা না দেয়ায় নিজ বাড়িতে লোকজন না (জনশূন্য) থাকায় স্ত্রীকে বলে সে বাড়ীতে চলে আসবে। পরে স্ত্রী মোক্তার হোসেনকে সাথে দিয়ে তাকে বাড়ীতে পৌছে দিতে বলে এবং বাড়ীতে গিয়ে স্ত্রীকে ফোন দিতে বলে। রাত গভীর হলেও ফোন না দেওয়ায় এবং মুঠোফোন বন্ধ পাওয়ায় স্ত্রী বাড়ীতে খোাঁজ নিয়ে জানতে পারে নজরুল বাড়ীতে পৌঁছায়নি। পরে বাড়ির লোকজন রবিবার মোক্তারকে খবর দিয়ে এনে জিজ্ঞাসা করলে সে জানায় রাতে তাকে এমসি বাজারে পৌছে দিয়েছে। পরে সোমবার সকালে স্থানীয়রা মাজম আলী মোড়ে বস্তার ভিতর লাশ দেখতে পয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে বস্তা খুললে স্থানীয়রা ব্যবসায়ী নজরুলের লাশ শনাক্ত করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মোহসীন হোসাইন জানান, নিহতের গলায় রশি দিয়ে পেঁচানোর মতো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ^াসরোধে হত্যা করে রাতের আঁধারে লাশ চটের বস্তায় ভরে মাইজ উদ্দিনের বাড়ির পাশে ফেলে রেখে গেছে। নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।