ব্যাংকের ঋণের সুদের হার ৯ শতাংশের বেশি নয়
ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশের বেশি না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার।আমানতের সুদের হার ৬ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে— উল্লেখ করে তিনি বলেন, শিল্পের প্রসার এবং কর্মসংস্থান বাড়ানো জন্য সব ব্যাংক মালিকের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।