আশুলিয়ায় যাত্রীবাহি বাস খাঁদে; আহত ১৫
আব্দুস সাত্তার,আশুলিয়া-সাভার 4TV
বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে এ এস আই রাসেদ,পড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এই র্দুঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়।
উত্তরা ফায়ার সার্ভিসের অফিসার শফিকুল ইসলাম জানান, খাঁদে পড়ে থাকা বাসটি থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কোন নিহতরে খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই রাশেদ খান জানান, আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক নামে যাত্রীবাহি বাস আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক থেকে নিচে খাঁদে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও ১০ আহতের ঘটনা ঘটেছিলো।