বাংলাদেশি জনশক্তি রপ্তানি স্থগিত করল মালয়েশিয়া
বাংলাদেশ থেকে দশটি এজেন্সির মাধ্যমে যে প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চলছিল তা স্থগিত করেছে দেশটির সরকার।
প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে একটি মানবপাচার চক্র মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে ওই এজেন্সিগুলোকে নিয়ে কাজ করছিল।তারা সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠার পর মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মানব সম্পদমন্ত্রী এম কুলাসেগারানকে উদ্ধৃত করে ইংরেজি সংবাদমাধ্যম স্টার অনলাইনে জানিয়েছে, ওই চক্রের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।