আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে র্যাব-১ এর আইন শৃংখলা রক্ষা কার্যক্রম জোরদার।
বিষয়ঃ প্রেস বিজ্ঞপ্তি।
১।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যা কশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ও অন্যান্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২।আগামী ২৬ জুন ২০১৮ তারিখ অত্র ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব-১ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষ্যে নির্বাচনী কাজে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্য মোতায়েন করা হয়েেেছ। সর্বমোট অনুমান ৬০০ জন র্যাব সদস্য উক্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। মোট ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ০১টি করে মোট ৫৭টি টহল মোতায়েন করা হয়েছে। প্রতি টহলে ০৮জন করে জনবল থাকবে। প্রতি ০৪ ওয়ার্ডে ০১জন করে মোট-১৪জন অফিসার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। র্যাব-১, উত্তরা, ঢাকা এর অধিনায়ক জনাব মোঃ সারওয়ার-বিন-কাশেম উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বক্ষনিক তদারকি কাজে নিয়োজিত থাকবেন।