নির্বাচন বন্ধের দাবি বিএনপি প্রার্থী হাসানের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার (২৬ জুন) সকাল সোয়া আটটার বশিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল কেন্দ্রে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোট দিতে আসেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।সেসময় ভোট প্রদান শেষে সংবাদমাধ্যমের কাছে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও পরবর্তীতে দুপুরে আবারো সংবাদ সম্মেলন করেন তিনি।
আর সেখানেই হাসান উদ্দিন বলেন, ‘আমি নির্বাচন বন্ধের দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি লিখিত দেবো। তবে, নির্বাচন বন্ধ না হলে আমি শেষ পর্যন্ত নির্বাচনের সঙ্গেই থাকবো।’এরপরেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন হাসান উদ্দিন সরকার। এসময় হাসান উদ্দিন বলেন, ‘আমি শুধু বলবো, আমি নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকবো। নির্বাচনে ফলাফল দেখে মন্তব্য করবো।’
এবারের নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। নগরীর ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর ভোটকেন্দ্রে নতুন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ২৫৬জন ও সংরক্ষিত নারী আসনে ৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪২৫টির মধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি।