পুলিশের নির্দেশে গাভী বিক্রি ! এলাকায় তোলপাড়
শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলের লোহাগড়ায় পুলিশের নির্দেশে একটি হারানো গরু বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের জয়পুর গ্রামের মাহমুদ সরদারের একটি গাভী গত শুক্রবার (১৫) জুন বাড়ি থেকে ছাড়া পেয়ে পাশ্ববর্তী মশাঘুনী গ্রামের শহিদুল মল্লিকের বাড়িতে চলে আসে। শহিদুল মল্লিক ৭ দিন গাভীটিকে লালন পালন করে গাভীর মালিক খুঁজতে থাকে। সংবাদ পেয়ে লোহাগড়া থানার আলোচিত এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কৌশলে গাভীটির ভুয়া মালিক সাজিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও শহিদুল গাভীটি বিক্রি করে দেয়। এ ঘটনা জানাজানি হলে গাভী মালিক মাহমুদ এসআই সাইফুল ইসলাম ও শহিদুলের নিকট গাভী দাবি করলে তারা গাভীটি ফেরত দেওয়া নিয়ে নানা ধরণের তালবাহানা শুরু করে। এক পর্যায়ে গত শনিবার (২৩ জুন) বিকালে জয়পুর শ্বশান ঘাটস্থ এলাকায় মাহমুদসহ তার গ্রামবাসি ওই এসআই সাইফুলকে ঘিরে ফেলে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয় এবং শ্বশানে এক শালিস বৈঠক বসে। এ ঘটনায় এসআই সাইফুলের সহকর্মী এসআই কামরুল দায়িত্ব নিয়ে গাভী বিক্রির ৮০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দেন। এ বিষয়ে লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস জানান, বিষয়টি আমি শুনেছি তবে মিমাংশার একটা কথা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ মাহমুদ সরদার এখনো তার হারানো গাভী বা ক্ষতিপূরণের টাকা পায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলামের মোবাইল ফোন (০১৭১০-৭০২২৯০) নম্বরে যোগাযোগ করা হলে তিনি প্রথমে হতভম্ব হয়ে পড়েন এবং পরে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।