নবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
এম.এ সাজেদুল ইসলাম(সাগর)নবাবগঞ্জ (দিনাজপুর
"শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহযোগিতায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মল্লিকা সেহনবীস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’এর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আইয়ুব উদ্দিন ও নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ ওয়াহেদ। প্রতিযোগীতায় উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ ইমরুল হাসান, দ্বিতীয় বিজয়ী নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থীর মোঃ মাহিম। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতারণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মশিউর রহমান ।