ট্রাম্প-পুতিনের বৈঠকের বিষয়ে ঐকমত্য দুই দেশের কর্মকর্তরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে একমত হয়েছেন দুই দেশের কর্মকর্তরা। আগামী মাসের মাঝামাঝি সময় তৃতীয় কোনো দেশে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, আজ দুই নেতার বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করা হবে। বুধবার রাশিয়ার পক্ষ থেকেও আসন্ন বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।