নক আউটে কলম্বিয়া, তুললো জাপানকেও
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেমেছিলো জাপান। ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত ছিলো একই অবস্থানে। তবে ম্যাচের আধা ঘন্টা আগে ১-০ গোলে পিছিয়ে সেই জাপানই পড়ে যায় বাদ পড়ার শঙ্কায়।গ্রুপের অপর ম্যাচে সেনেগালের বিপক্ষে তখনও গোলের দেখা পায়নি কলম্বিয়া। ম্যাচটি ড্র হয়ে গেলেই বিদায় নেবে এশিয়ার প্রতিনিধিরা। তবে সেটা আর হতে দেয়নি কলম্বিয়া। নিজেদের সঙ্গে জাপানকেও নক আউটের টিকেট পাইয়ে দিলো ল্যাটিন আমেরিকান দলটি।
আর পয়েন্ট টেবিলের সব হিসেব নিকেশ ভেস্তে দিয়ে বিদায় করে দিলো সেনেগালকে। নিজেরা হলো গ্রুপ চ্যাম্পিয়ন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিলো জাপানেরই। একের পর এক আক্রমণে দিশেহারা করে রেখেছিলো পোলিশ রক্ষণকে। তবে ৫৯ মিনিটে জেন বেডনারেকের গোলে বিদায়য়ের ঘণ্টা বেজে যায় জাপানের। তবে একই সময়ে শুরু হওয়া অপর ম্যাচের ৭৫ মিনিটে একই সাথে জাপান এবং কলম্বিয়ার ত্রাতা হয়ে আসেন ইয়েরি মিনা। কুইনটেরোর অ্যাসিস্টে গোল করে কলম্বিয়ার নক আউটপর্ব নিশ্চিত করেন তিনি।
বাকি আধা ঘন্টায় গোলটা শোধ করতে পারলেও চলতো কলম্বিয়ার। তবে ২০০২ সালের সেই চমকটা আর দেখাতে পারেনি সাদিও মানেরা। এরইমধ্য দিয়ে নক আউটপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গোলো আফ্রিকানদের।