এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো টাইগ্রেসরা
এশিয়া কাপ জেতার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাবলিনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো টাইগ্রেসরা।টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক ল্যরা ডিলানে। ইনিংসের শুরুতেই আঘাত হানেন জাহানারা আলম। তৃতীয় ওভারেই তুলে নেন ক্লেরা সিলিংটনকে (২)। ৫ রানে গ্যাবে লুইসকেও ফেরান জাহানারা। তবে অধিনায়ক ডিলানেকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অপর ওপেনার সিসেলিয়া জয়েস।
দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন জয়েস। অধিনায়ক ডিলানে করেন ২০ রান। বিশ ওভারে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১২৪ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন জাহানার এবং নাহিদা। এছাড়া রুমানা এবং ফাহিমা তুনে নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শামিমা সুলতানার অর্ধশতকে (৫১) জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ফারজানা হকের ব্যাট থেকে আসে ৩৬ রান। ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
আইরিশদের হয়ে দু'টি করে উইকেট নিয়েছেন ল্যরা ডিলানে এবং কাইরা মিটকালফে।
স্বাগতিকের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রোববার সিরিজের শেষ টি-২০তে মাঠে নামবে সালমারা