‘নির্বাচন নিয়ে মন্তব্যের আগে নিজেদের দিকে তাকানো উচিৎ’
স্থানীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের মনঃক্ষুণ্ন হয়, বন্ধুপ্রতিম রাষ্ট্রের কোনো কূটনীতিকের এমন মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করার আগে নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার (২৯ জুন) সকালে পদ্মাসেতুর পঞ্চম স্প্যান বসানো পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিসি বলেন, ‘আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ক যাতে ক্ষুণ্ন বা ক্ষতিগ্রস্ত না হয়। উভয় দেশের জনগণের মাঝখানে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়- মন্তব্য দেয়ার সময় এরকম সতর্কতা অবলম্বন করতে হবে।’