সরকারের উন্নয়নের কথা প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের উন্নয়নের কথা প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ জুন) দুপুরে গণভবনে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বর্ধিত সভায় বক্তব্য রাখেন তিনি। দলীয় কোন্দল মিটিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আপনারা প্রতি গ্রামে, ঘরে-ঘরে আমাদের উন্নয়নের কথা পৌঁছে দেবেন। মানুষ সুখ পেলে দুঃখের দিনের কথা ভুলে যায়। তাদেরকে উন্নয়নের কথা বলতে হবে। তারা সুখটা কীভাবে পেল সেটা তাদের মনে করিয়ে দিতে হবে। তাদেরকে মনে করিয়ে দিতে হবে, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের ভাগ্যের পরিবর্তন হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে যেন কোনো ধরনের দলীয় কোন্দল না হয়। যেসব ইউনিয়ন কমিটিতে দ্বন্দ্ব রয়েছে সেগুলো খুব দ্রুত মিটিয়ে ফেলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রুপ করতে গিয়ে যারা আমাদের নির্যাতন করেছে তাদের টানাটানি না করে নতুন কর্মী সৃষ্টি করতে হবে।’