তিন সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে
বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে সোমবার (২ জুলাই) পর্যন্ত।বরিশাল
রোববার (১ জুলাই) সকালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে।
সিলেট
প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রথম দিনে সিলেট সিটি নির্বাচনের ১৫টি সাধারণ ও সংরক্ষিত ৫ টি ওয়ার্ডের প্রার্থী যাচাই-বাছাই হচ্ছে। সোমবার মেয়রসহ বাকি ১২টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৪টি ওয়ার্ডের প্রার্থী যাচাই-বাছাই হবে। এই সিটি নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মোট ২০৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাজশাহী
রাজশাহী সিটি নির্বাচনে রোববার ও সোমবারের মধ্যে মেয়র পদে ৬টি, ১৬৯টি সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।
আগামী ৯ জুলাই প্রত্যাহার, ১০ জুলাই প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩ সিটি করপোরেশনের প্রার্থীদের প্রচার-প্রচারণা।