কালীগঞ্জে খলাপাড়াকে পৌরসভায় অন্তর্ভূক্ত না করতে বিরাট গণসমাবেশ
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর) 4TV
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলাকার সীমানা সম্প্রসারণের লক্ষে বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা সম্প্রতি গেজেট প্রকাশ করেন। মন্ত্রনালয় এই গেজেট প্রকাশ করলে বাহাদুরসাদী ইউনিয়ন সর্বস্তরের জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল সোমবার বিকেলে বাশাইর বাজার পাকা ঘাট প্রাঙ্গনে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের খলাপাড়া আংশিক অংশ কালীগঞ্জ পৌরসভায় অন্তর্ভূক্ত করার বিরুদ্ধে জনমত গঠনকল্পে বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“বাহাদুরসাদীর সীমানা পৌরসভায় দিব না” এ ¯েøাগানকে সামনে রেখে খÐ খÐ মিছিল নিয়ে ইউনিয়নবাসীরা গণসমাবেশে সমবেত হতে থাকে। বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ আজিজ, শহীদ ফকির সামসুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন, অ্যাডভোকেট মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের নেতা তোবারক হোসেন চারু, আলী আকবর চৌধুরী, মেম্বার লিটন চন্দ্র বনিক, হযরত মাওলানা এবিএম সামসুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া, মেম্বার মহিউদ্দিন শেখ সোহেল, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হোসেন আলী মেম্বার প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকাটি ৩ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। খলাপাড়ার আংশিক অংশ পৌরসভার সাথে অন্তর্ভূক্ত করলে ইউনিয়নের আড়াই ভাগ বিলীন হয়ে যাবে। বাহাদুরসাদী ইউনিয়নের অস্তিত্ব রক্ষার্থে আমরা প্রয়োজনে রক্ত দিবো। কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না। এই ছোট একটি ইউনিয়নের প্রতি কিছু খারাপ লোকের ছায়া পড়েছে। তারা চায় ইউনিয়নটি ভেঙ্গে ফেলতে। আমরা তাদের স্বপ্ন পূরণ হতে দিবো না। দরকার পড়ে ইউনিয়নের অস্তিত্বের জন্য যুদ্ধ করবো। তারপরেও খলাপাড়াকে পৌরসভায় অন্তর্ভূক্ত হতে দিবো না।
উল্লেখ্য, গত ৩০/১১/১৭ তারিখে বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকাকে কালীগঞ্জ পৌরসভার সীমানায় অন্তর্ভূক্তির মাধ্যমে পৌর সীমানা সম্প্রসারনের জন্য এলাকার ৯৪ জন ভোটারের স্বাক্ষর সম্বলিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন জমা দেন। সেই পরিপ্রেক্ষিতে গত ৫/৬/১৮ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর -২ শাখা পৌরসভা আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), এর ধারা ৩ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলাকার সীমানা সম্প্রসারণের লক্ষ্যে গেজেট প্রকাশ করেন।