শার্শা হাসান জহির সহ ১৮ জনের নামে নাশকতার মামলা আটক-৩
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি 4TV
সোমবার কেন্দ্রীয় ঘোষিত যুবদলেরর বিক্ষোভ মিছিল করার প্রক্কালে বিকাল ৫ ঘটিকার সময় শার্শা নাভারন বাজার থেকে ৩ জন যুবদলের কর্মিকে আটক করে পুলিশ,আটককৃতরা হলো ০১, মহির হোসেন পিতা সুন্নত আলী ০২,সাইফুল ইসলাম সুমন পিতা আঃ রাজ্জাক মোল্ল্যা ০৩,হুসাইন আহম্মদ পিতা আকরাম আলী।
মঙ্গলবার সকালে এস আই রোকনুজ্জামান বাদী হয়ে আটকৃত তিন জন ও শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসান জহির সহ ১৮ জনের নামে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে,পুলিশ ঘটনাস্থল থেকে ৭ টি হাত বোমা ও কয়েকটি লাঠি উদ্ধার করে দেখিয়েছে
নাশকতা অভিযোগে দায়ের হওয়া মামলায় অন্য আসামীরা হলো ১,আবুল হাসান জহির সাধারন সম্পাদক শার্শা উপজেলা বিএনপি, ০২ সালাহ উদ্দিন সাধারন সম্পাদক শার্শা উপজেলা ছাত্রদল,০৩ সাকাওয়াত হোসেন, ০৪ ওয়াসি উদ্দিন,০৫ সিরাজুল ইসলাম, ০৬ আব্দুল অহেদ,০৭ জনি ইসলাম, ০৮ রুহুল আমিন, ০৯ শাহিন বাঁগআচড়া ইউনিয়েন ১০, জাহাঙ্গীর হোসেন মেম্বার ১১, কবির হোসেন ১২, সাইফুল ইসলাম সোহাগ ১৩,আশা ১৪, জামাল হোসেন সহ অজ্ঞাত অনেকে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম মশিউর রহমান বলেন সোমবার বিকালে নাশকতামূলক কর্মকান্ড করার উদ্দেশ্য বিএনপির নেতাকর্মিরা নাভারন বাজারে প্রস্তুতি নিচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে অভিযান চালিয়ে তিন জন যুবদলের কর্মিকে আটক করি,বাকীরা পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে ৭ টি হাত বোমা, কয়েক টি বাশের লাঠি উদ্ধার করা হয়েছে,এবং নাশকতামূলক কর্মকান্ড ও বোমা রাখার জন্য ১৮ জনের নামে মামলা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক তিন জনকে দুপুর ৩টার পর যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।