শ্রীপুরে জুয়েলার্স ও ইলেকট্রনিক্স দোকানে চুরি
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি 4TV
গাজীপুরের শ্রীপুরে জুয়েলারী ও ইলেকট্রনিক্স দোকানের চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী সুপার মার্কেটের সুপ্রিয়া জুয়েলার্স ও জৈনাবাজারের নাজিম উদ্দিন সুপার মার্কেটের মায়ের দোয়া ইলেকট্রনিক্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
জুয়েলার্স দোকানের মালিক শ্রী বাবন চন্দ্র দাস জানান, সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করা হয়। সকালে এসে তালাবদ্ধ দোকান খুলে চুরির ঘটনাটি নিশ্চিত হই। পাশের মুনমুন কসমেটিক্স এন্ড ব্যাগ হাউজের দোকানের সাটার তুলে দুই দোকানের মাঝের দেয়াল ভেঙ্গে চোর স্বর্ণের দোকানে ঢুকে এবং দোকানে থাকা ১০ভরি স্বর্ণ, ১০০ভরি রূপা ও নগদ ২১হাজার টাকা, দোকানের গোপন ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরা) যন্ত্রপাতি চোরের দল নিয়ে যায় বলে দাবি তাঁর। এব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্ল্যা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করা হচ্ছে।
অপরদিকে, মায়ের দোয়া ইলেকট্রনিক্স দোকানের মালিক এমদাদুল হক মিলন জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খুলে মালামাল নিচে ছড়ানো ছিটানো ও দোকানে টিনের চালও কাটা অবস্থা দেখতে পাই। এতে দোকানে থাকা বিভিন্ন রকমের মোবাইল ফোন, এলইডি টিভি, ল্যাপটপ ও নগদ টাকাসহ প্রায় ৮লাখ পয়তাল্লিশ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
এব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মনিরুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শ্রীঘ্রই প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।