জয়পুরহাটে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি 4TV
আজ জয়পুরহাটে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস তথা সিধু-কানু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আদিবাসী ভাষা-সংস্কৃতি ও ভূমি রক্ষা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে র্যালি বের করা হয়।
শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে র্যালিটি বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এটি।
পরে জেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আদিবাসী ভাষা-সংস্কৃতি ও ভূমি রক্ষা জয়পুরহাট জেলা কমিটির উপদেষ্টা তিতাস মোস্তফা, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক অপূর্ব সরকার প্রমুখ। প্রসঙ্গত, ১৮৫৫ সালে বিট্রিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ শুরু করে। দেড় বছর পর তারা পরাজিত হয়।