বেনাপোল সীমান্তে হুন্ডির ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি 4TV
যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ১২ লাখ টাকাসহ হাবিবুর রহমান (১৮) ও জনি মিয়া (১৯) নামে দু‘জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।
বুধবার বিকালের সময় বেনাপোলের পুটখালী মসজিদ বাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হাবিব পুটখালী গ্রামের মৃত সাবান এর ছেলে ও জনি একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, দুইজন পাচারকারি বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে পুটখালী সীমান্ত থেকে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে ।
এমন সংবাদে বিজিবির একটি টহল দল
অভিযান চালিয়ে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি এলাকা থেক ওই দুইজন পাচারকারিকে আটক করে।পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তাদের শরীর তল্লাশি করে বাংলাদেশী ১২ লাখ টাকা উদ্ধার করে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানী সদরের কমান্ডার সুবেদার ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,১২ লাখ টাকাসহ হাবিব এবং জনি নামে দুইজন হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক হাবিব ও জনিসহ উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।