জয়পুরহাটের কালাইয়ে ২৩ লক্ষ টাকা ব্যয়ে তথ্য প্রযুক্তি ল্যাবের শুভ উদ্বোধন
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি 4TV
বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাইলফলকের রুপ গ্রামবাংলায় এ স্লোগানে(গুড নেইবার বাংলাদেশ) এর আর্থিক সহযোগীতায়। জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও বিজ্ঞান চর্চা সহ স্থানীয় যুবক দের ইন্টারনেট সুবিধা দিতে ২৩ লক্ষ টাকা ব্যয়ে তথ্য প্রযুক্তি ল্যাবের ভিক্তি স্থাপন করা হয়। আজ বৃহষ্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা (গুড নেইবার বাংলাদেশ) এর আর্থিক সহায়তায় স্থাপিত এই তথ্য প্রযুক্তি ল্যাব এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, মিনফুজুর রহমান মিলন। সহযোগী প্রতিনিধির সূত্রে আরও জানা যায়। এ তথ্য ও প্রযুক্তি ল্যাবে মোলামগাড়ী হাট উচ্চবিদ্যালয় ১ হাজার ৫ শত শিক্ষার্থী সহ স্থানীয় যুবকেরা ২৬ টি কম্পিউটার ব্যবহার করতে পারবেন। এবং কোরিয়ার অর্থনৈতিক সহায়তা সংস্থা (কমটাস) এর ২২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প টি বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। এ উপলক্ষে কালাইয়ের মোলামগাড়ী হাট উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভাও অনুুুুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আফাজ উদ্দিন। আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোলামগাড়ী ইউপি চেয়ারম্যান, জিয়াউর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক, আব্দুল বারী,(গুড নেইবার বাংলাদেশে) এর কালাই শাখার শিক্ষা ও সুরক্ষা কর্মকর্তা উইলিয়াম টুডু প্রমুখ সহ আরও স্থানীয় নেতৃবৃন্দরা