গাভার ,ধামরাইয়ে সড়ক র্দুঘটনায় নিহত ৩; আহত ২
আব্দুস সাত্তার,সাভার:
সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত হয়েছে ৩জন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।
সাভারের আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গিয়েছে চালক ও সহকারী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় এই দ্ঘূটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ইসলাম এবং সুজা মিয়া। তাদের দুজনের বাড়িই পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভার মডেল থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানায়,ব্যবসায়ীক কাজ শেষে ঢাকা থেকে মটরসাইকেল যোগে পাবনা যাবার পথে ওই দুই মটরসাইকেল আরোহী আমিনবাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌছালে পেছন থেকে ইন্টারসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে তারা বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে করে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও সুজা মিয়া নিহত হয়।
ঘাতক বাসটি আটক করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, এর চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের জয়পুরায় মানিকগঞ্জগামী মাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মনির হোসেন নামে চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন।নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ