ভালুকায় সীমান্ত ব্যাংকের ১১তম শাখার উদ্ভোধন
মোঃ মমিনুল ইসলাম ভালুকা
ব্যাংকিং সেবায় ‘সীমাহীন আস্থা’ এই প্রতিপাদ্য বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক সিডষ্টোর বাজার শাখার যাত্রা শুরু করেছে। রোববার (৮ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এ সীমান্ত ব্যাংকের ১১তম শাখার উদ্বোধন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনিরুদ্ধ।
রোববার (৮জুলাই) সকালে ভালুকা উপজেলা সিড্স্টোর বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ কল্যান ট্রাস্ট এর সীমান্ত ব্যাংক এর ১১তম শাখা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিব ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবিএম এবং সীমান্ত ব্যাংক লি: এর ব্যাবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম.ই হেড আনোয়ার ফারুক তালুকদার, জি.এস.এস.ডি. হেড আব্দুল আলিম, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর, ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, রাজৈ ইউনিয়ন আ‘লীগের সভাপতি নুরুজ্জামান খান,শাখা ব্যাবস্থাপক সৈকত হাসান মানিক, প্রশাসনের কর্মকর্তা,ব্যাবসায়ী ও স্থানীয় গণ্যমান্যা ব্যাক্তি বর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ উদ্ভাবনে প্রোডাক্ট ও সার্ভিস ক্ষুদ্র,মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে জনকল্যামুখী ব্যাংকিংসেবা প্রদানে সীমান্ত ব্যাংক তাদের ব্যবসা পরিচালনা করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেনগ্রাহকদের চাহিদা বিবেচনায় রিটেনলর সুবিদা যেমন পার্সোনাল লোন,হাউজ লোন, পরিবহন লোন, ক্ষুদ্র ও মাঝারী শিল্প ঋণ চালু আছে। বড় শিল্পে ঋণ প্রদান করে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতে আমাদের প্রয়াস।
এর আগে হাফেজ মাওঃ আতিক সরকার মোনাজাত পরিচালনা করেন।