'আদর্শ' সেমিফাইনালের অপেক্ষা
কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। নতুন বিশ্বচ্যাম্পিয়ন দেখার অপেক্ষাও দিন দিন কমছে। চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ। প্রথমবারের মত ফাইনালে খেলার হাতছানি ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের সামনে। তবে এই দু'দলই খেলবে ভিন্ন ভিন্ন ম্যাচে। মঙ্গলবার প্রথম সেমিতে লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।সময় যেন চোখের পলকে যেন পার হয়ে গেলো। দেখতে দেখতে রাশিয়া বিশ্বকাপ শেষের পথে। ৬০ ম্যাচ শেষ, বাকি আছে ৪টি ম্যাচ। বিশ্বকাপের আকাশে এখন উড়ছে ৪ দলের বিশ্বসেরা হবার স্বপ্ন।
কোয়ার্টার ফাইনাল সমর্থকদের দিয়েছে রোমাঞ্চের খোরাক। ব্রাজিল-উরুগুয়ের মত অভিজ্ঞদলের সঙ্গে স্বপ্নযাত্রা থেমেছে রাশিয়া-সুইডেনের মত অপেক্ষাকৃত ছোট দলগুলোর।
অনেক সমর্থকই এবার দেখতে চান নতুন কোনো দেশের হাতে উঠুক বিশ্বসেরার সোনালী ট্রফি। সেই সম্ভাবনা এখনো টিকে আছে। এমনকি এবারের ফাইনাল কখনো চ্যাম্পিয়ন হয় নি এমন দুটি দলের মধ্যে হলেও অবাক হবার কিছু থাকবে না।
ফাইনালে ওঠার প্রথম মহারণ হবে ১০ জুলাই, সেন্ট পিটার্সবার্গে। ১৯৯৮'এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে আসরের অন্যতম ফেবারিট বেলজিয়াম। এই ম্যাচটা হতে পারতো ব্রাজিল-আর্জেন্টিনার। কিন্তু ফ্রান্সের কাছে মেসির দলের আর ব্রাজিলের স্বপ্নের সমাধি।