নারায়ণগঞ্জে ভূয়া ট্রাফিক সার্জেন্ট গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি 4TV
নারায়ণগঞ্জের চাষাড়ায় ভূয়া ট্রাফিক সার্জেন্ট পরিচয় দানকারী মো: আসাদুর রহমান রুবেল (৫০) নামে এক প্রতারককে হাতেনাতে ধরে সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া প্রেসক্লাবের পিছন থেকে ভূয়া কেস স্লিপ দেওয়ার সময় এ প্রতারককে আটক করা হয়।
তার কাছে থাকা চাঁদপুর জেলা পুলিশের রশিদ ও চাঁদপুর সদর মডেল থানার নামের একটি কেস স্লিপসহ বেশ কিছু টাকা জব্দ করা হয়।
ভূয়া ট্রাফিক সার্জেন্ট রুবেল সিদ্ধিরগঞ্জ থানার এসিআই পানির কল রোড এলাকার ফজলুর রহমানের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভূয়া ট্রাফিক সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতার হাতে আটক রুবেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ আছে। এই ভূয়া সার্জেন্ট মো: রুবেলকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকটি থানার স্লিপ, ছয়টি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছিলো।