সারিয়াকান্দিতে ১হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
এম.তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে ও ২০১৭/১৮ অর্থ বছরের এডিপির অর্থায়নে সারিয়াকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান। বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ ওবায়দুর প্রমুখ। এসময় বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামী একাদশ নির্বাচনে আ’লীগ সরকার পূণরায় নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট চান দলীয় নেতাকর্মীরা।
এদিনে সারিয়াকান্দি পাইলট বালিক উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দীন উচ্চ বিদ্যালয়, কুতুবপুর উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর স্কুল এ্যান্ড কলেজ ও কুপতলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির সর্বমোট ১হাজার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে টিফিন বক্স তুলে দেন প্রধান অতিথি। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন দপ্তরের কর্র্মকর্তা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।