লালমনিরহাটে নদীর পানিতে ভিজে ভাঙ্গন এলাকা ঘুরে দেখলেন এমপি মোতাহার
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সম্প্রতি বন্যায় ৬ টি ইউনিয়নের কয়েক শতাধিক বসত বাড়ী তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়ে ওই এলাকা গুলোর হাজারো মানুষ । তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। নদী ভাঙ্গন ওই সব এলাকা ও গৃহহীন মানুষ গুলোর খবর নিতে প্রায় ৫ কিলোমিটার পথ কখনো নৌকায়, কখনো পানিতে ভিজে, কখনো কাঁদা মাটি হেঁেট হেঁটে গেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। মোতাহার হোসেনকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন গৃহহীন পরিবার গুলোর লোকজন। এ সময় মোতাহার হোসেন বলেন, বন্যার সময় আমি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় আপনাদের দেখা করতে আসতে পারি নাই। এ জন্য আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের তালিকা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আপনাদের বাড়ি নির্মাণের ব্যবস্থা করবো। এ সময় মোতাহার হোসেন এমপি’র সাথে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।