লিবিয় উপকূলে লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশি উদ্ধার
লিবিয় উপকূলে একটি লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির কোষ্টগার্ড। তাদের সবাইকে হিমশীতল কন্টেইনারে করে ইয়রোপে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
রয়টার্স সূত্র মতে, কন্টেনারটিতে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশি ছিলেন। এর মধ্যে আটজন কন্টেইনারে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। উদ্ধার করা হয় ৯০ জনকে।
বাংলাদেশ মিশনের লিবিয়ার কাউন্সিলর এম মোজাম্মেল হক জানিয়েছেন, উদ্ধারকৃত ১০ বাংলাদেশীর মধ্যে পাঁচ-ছয়জনকে হাসপতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয়।
দুর্বল কেন্দ্রীয় সরকার ও ইটালীর সঙ্গে সীমান্ত থাকায় মানবপাচারকারীরা ভূমধ্যসাগর হয়ে ইয়রোপে লোক পাচারের জন্য লিবিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।